ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সিন্ধুর পানি ঢুকবে না পাকিস্তানে, আমার শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে: মোদি

প্রকাশিত: ১৯:২১, ২২ মে ২০২৫; আপডেট: ১৯:২৩, ২২ মে ২০২৫

সিন্ধুর পানি ঢুকবে না পাকিস্তানে, আমার শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে: মোদি

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের কঠোর বার্তা দিলেন প্রতিবেশী পাকিস্তানকে। রাজস্থানের এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমার শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। দেশের এক ফোঁটা অধিকারও ছাড়বো না। সিন্ধুর পানিও পাকিস্তানে যাবে না, যতদিন না দেশের স্বার্থ রক্ষা নিশ্চিত হচ্ছে।”

গত বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজস্থানে আয়োজিত এই জনসভায় মোদি বলেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় গোটা ১৪০ কোটির ভারতবাসী ব্যথিত হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করাই এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, পাকিস্তানের ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের দমন না করলে ইসলামাবাদকে চরম মূল্য দিতে হবে—তা অর্থনৈতিকভাবেও টের পাবে পাকিস্তান।

তিনি জানান, সীমান্তপারের এয়ারবেসেও ভারত হামলা চালিয়েছে এবং তাদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে। মোদি বলেন, “তাদের সঙ্গে কোনো বাণিজ্য, আলোচনা নয়—শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে কথা হবে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাঁর মতে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটি নিয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কিংবা মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “ওয়াশিংটন কেবল পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকে ফোন করেছে। ভারত তার অপারেশনের সফলতা নিশ্চিত করে তবেই সংঘর্ষ থামিয়েছে।”

অন্যদিকে, ভারতের এসব কড়া অবস্থানের জবাবে পাকিস্তান আবারও আলোচনার প্রস্তাব দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সন্ত্রাসবাদ দমন ও সিন্ধু নদীর পানির ন্যায্য হিস্যা নিয়েই হবে আলোচনার মূল বিষয়। আমরা নিরপেক্ষ আলোচনা চাই এবং সৌদি আরব হতে পারে সেই আলোচনার সেরা স্থান।”

উভয় দেশের অবস্থান কঠোর থেকে কঠোরতর হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা।

সূত্রঃ https://youtu.be/EYBkCYhY47U?si=Vx6LVposOfN6mq9U

ইমরান

×