ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৫:৫৫, ২২ মে ২০২৫

নেত্রকোনায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামধলা এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে জনৈক সাবুল মিয়া দেওটুকুন খেয়াঘাট সংলগ্ন খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।

ওসি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রাইম ইন্টেলিজেন্স ডিভিশন (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্তে নিয়োজিত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নুসরাত

×