
ছবি: প্রতীকী
জৈষ্ঠ মাসের মাঝামাঝি টানা বৃষ্টির মাঝে এখনও তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এমন অবস্থায় রাতের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর।
২২ মে বুধবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ মে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ মে শনিবারের পূর্বাভাসেও বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২৫ মে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
২৬ মে সোমবারের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এ সময়েও প্রায় একই রকম থাকবে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=DrSOsTrA9Dw
এম.কে.