ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সারাদেশে টানা পাঁচ দিনব্যাপী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ২২:১৬, ১৮ মে ২০২৫

সারাদেশে টানা পাঁচ দিনব্যাপী বৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মে মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলেও অবশেষে শুরু হতে যাচ্ছে টানা পাঁচ দিনের বৃষ্টি। আজ ১৮ মে থেকে শুরু হয়ে ২২ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 

এতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। এই সময়ে দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। 

এ পাঁচ দিনের প্রথম দিন ১৮ মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষন হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

১৯ মে বৃষ্টির আভাস দেয়া হয়েছে রংপুর,  রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়।  এবং খুলনা চট্রগ্রাম ও বরিশাল বিভাগের দুই এক জায়গায়। সেদিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষন হতে পারে।
তৃতীয় দিন ২০ মে বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দুই এক জায়গায়।  রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। এবং রাজশাহীতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে ২১ মে চতুর্থ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ আভাসের পঞ্চম দিন ২২ মে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে বলছে আবহাওয়া অফিস।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=qgh7ICMnmp0

 

নোভা

×