ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তাপপ্রবাহ কিছুটা বৃষ্টির জন্য কমলেও গরমের তীব্রতা অব্যাহত থাকবে

প্রকাশিত: ১৫:৪১, ১৫ মে ২০২৫

তাপপ্রবাহ কিছুটা বৃষ্টির জন্য কমলেও গরমের তীব্রতা অব্যাহত থাকবে

আজ বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য অঞ্চলে এ গরম কিছুটা কমতে পারে। গত ৭ মে থেকে শুরু হওয়া তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বইতে থাকলেও এখনো কিছু এলাকায় গরমের তীব্রতা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে। আজ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি হবে বেশি, যেখানে অন্য পাঁচ বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, চলমান তাপপ্রবাহ একেবারে শেষ হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝিতে এটি সম্পূর্ণভাবে প্রশমিত হতে পারে। তার আগে ভ্যাপসা গরম ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

গতকাল বুধবার থেকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুরসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তবে এসব এলাকায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

ঢাকার বাইরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজু

×