ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশ! 

প্রকাশিত: ০৮:১৭, ১৩ মে ২০২৫

ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশ! 

দেশের উপকূলজুড়ে নতুন করে আবারও প্রকৃতির হুমকি! বঙ্গোপসাগরে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি থেকে আসতে পারে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়, যার নাম হতে পারে ‘শক্তি’। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের তৃতীয় সপ্তাহেই এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’, যা শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাবিত।

তিনি আরও জানান, সাগরে ইতোমধ্যে যে ধরনের বায়ুমণ্ডলীয় চাপ এবং উষ্ণতার পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল। ফলে দ্রুতই নিম্নচাপ তৈরি হয়ে তা গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বঙ্গোপসাগরের এই নতুন সক্রিয়তার প্রতি নজর রাখছে আবহাওয়া অধিদপ্তরসহ আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোও। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ আশপাশের দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা উপকূলীয় অঞ্চলগুলোকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছেন। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, গতি ও শক্তি সম্পর্কে আরও নির্দিষ্ট তথ্য জানতে আগামী কয়েকদিনের পরিস্থিতি পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, মে মাস সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে পরিচিত। এর আগেও এই সময়ে দেশে বহু ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

 

 

সূত্র:https://tinyurl.com/4kvruh2u

আফরোজা

×