ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবনের মালামাল লুট ও গাছপালা কর্তনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:৫৮, ২২ মে ২০২৫

বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবনের মালামাল লুট ও গাছপালা কর্তনের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গত ১৯ মে সোমবার সকাল ৬ টায় মোঃ ফারুখ মৃধার একটি নির্মাণাধীন ভবন থেকে নির্মাণসামগ্রী লুট ও আশপাশের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোঃ আলমগীর মৃধা ও তার ভাড়াটে লোকজনের বিরুদ্ধে। 

এ সময় দুর্বৃত্তরা ভবনটিতে প্রবেশ করে রড, সিমেন্টসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। একইসঙ্গে ভবনের পার্শ্ববর্তী এলাকায় থাকা ফলজ ও বনজ গাছপালাও কেটে ফেলে।

ভুক্তভোগী ফারুক মৃধা জানান, আমার প্রতিবেশী মোঃ আলমগীর মৃধার সাথে আমার পূর্ব হইতে জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়া বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে আলমগীর মৃধা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ জান-মালের ক্ষতি সাধন এর হুমকি প্রদান করিয়া আসিতেছিল। আমি পাদ্রীশিবপুর ইউনিয়নের আমুয়ারছোপ বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে আমার পৈত্রিক সম্পত্তিতে একটি পাকা বসত ঘর নির্মান কাজ শুরু করি। গত ১৯ মে (সোমবার) আনুমানিক সকাল ৬ টায় আমার নির্মানাধীন বসত ঘর হইতে ১১৬০ কেজি ওজনের লোহার রড, ৫০ কেজি ওজনের ২০টি সিমেন্ট এর বস্তা সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ও আমার সম্পত্তিতে লাগানো বিভিন্ন ফল গাছের চারা কাটিয়া এবং সিমানার বেড়া কাটিয়া ফেলে। এ সময় তারা আমাদের জান-মালের ক্ষতি সাধান করার হুমকি প্রদান করে।

এই ঘটনায় ফারুক মৃধা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজু

×