ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব: রাকিবুল ইসলাম রাকিব

প্রকাশিত: ১৯:৫৯, ২২ মে ২০২৫

শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব: রাকিবুল ইসলাম রাকিব

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার না হলে যমুনা ব্লক করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, তবে আমাদের সহ্যশীলতাকে দুর্বলতা ভাববেন না। যদি প্রয়োজন হয়, শাহবাগ নয়—প্রয়োজনে যমুনা ব্লক করব।”

তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে আহ্বান জানিয়ে যাচ্ছি, যাতে আমাদের প্রতিবাদের ভাষা সরকার বুঝতে পারে। আমাদের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েও এখনো রাজপথে আছে। সাড়ে নয় মাসে আমরা একদিনও শাহবাগ অবরোধ করিনি। কিন্তু যখন ভাইয়ের হত্যার বিচার হয় না, তখন এই আন্দোলন আরও তীব্র হবেই।”

ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, “যে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের চার-পাঁচ দিন পর রিমান্ডে নেওয়া হয়েছে। এমন স্পর্শকাতর একটি ঘটনায় কেন তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হলো না? এটি আমাদের প্রশ্ন।”

তিনি আরও বলেন, “আমরা ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা এখনো নিশ্চিত করে বলতে পারছে না, গ্রেপ্তার হওয়া তিনজনই কি মূল অপরাধী। তারা নিজেরাও দ্বিধায় রয়েছে। যদি হত্যাকাণ্ডে ১০ জনের বেশি অংশ নিয়ে থাকে, তাহলে এই তিনজনকে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যেত। তাহলে এতদিন পার হয়ে যাওয়ার পরও কেন প্রকৃত খুনিদের শনাক্ত করা যাচ্ছে না?”

রাকিব আরও বলেন, “ছাত্রদলের সঙ্গে যদি ভিন্নমতাবলম্বী বা বিমাতাসুলভ আচরণ করা হয়, তাহলে আমরা রাজপথেই তার জবাব দেব। আমরা চাই, ইন্টেরিম সরকারের দায়িত্বশীলরা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিক।”

তিনি জানান, ছাত্রদলের আন্দোলন কেবল রাজনৈতিক নয়, এটি একটি ন্যায়বিচারের আন্দোলন। পাশাপাশি, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আন্দোলন হিসেবেও এই কর্মসূচিকে দেখা উচিত।

সূত্রঃ https://youtu.be/uF8dS7gH6qg?si=1yj88IhC4c3UAS1h

ইমরান

×