ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই, ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা : সাদিক কায়েম

প্রকাশিত: ২৩:৪৮, ২২ মে ২০২৫; আপডেট: ২৩:৪৯, ২২ মে ২০২৫

জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই, ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা : সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক স্ট্যাটাসে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের প্রতি জাতীয় স্বার্থে এখনই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

সাদিক কায়েম জুলাইয়ের গাদ্দারদের উদ্দেশ্যে তীব্র ভাষায় বলেন, “ইতিহাস তোমাদের ক্ষমা করবেনা। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই।”

তিনি আরও দাবি করেন, “জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলতঃ দেশকে ছুরিকাঘাতে আহত ও রক্তাক্ত করেছো।”

বক্তব্যের শেষদিকে তিনি সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে বলেন, “দ্বিধা নয়—এই লড়াই দেশ ও জনগণের জন্য।”

জাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দোয়া করেন, “আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।”  

আসিফ

×