
ছবি: জনকণ্ঠ
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রতিনিধি সংসদে যেতে পারলে জনআকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে জামায়াতের দায়িত্বশীলদের সুপরিকল্পিতভাবে মাঠে তৎপর হতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম আরও বলেন, জনগণের নানামুখী সমস্যা সমাধানে জামায়াতের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। সরকারি দান-অনুদান ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সুদৃষ্টি রাখতে হবে।
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মোস্তফা মোল্লা ও আবু খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
শহীদ