ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের রহস্যজনক মৃত্যু

এম ফেরদৌস, উখিয়া, কক্সবাজার:

প্রকাশিত: ১৫:৫৭, ২২ মে ২০২৫

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২ ওয়েস্টে শফি আলম নামে এক রোহিঙ্গা যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত শফি আলম (২৮) ক্যাম্প ২ ওয়েস্টের ডি-১৩ ব্লকের এরশাদ হোসেনের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) রাত ১২টার দিকে শফি আলম হঠাৎ অসুস্থ বোধ করলে মায়ের রুমে ঘুমাতে যান। পরে কিছুক্ষণ পর মা মরিয়ম বেগম তাকে ঘুমন্ত অবস্থায় মৃত দেখেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি দাগ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয়রা জানান, শফি আলম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।

ওসি বলেন, মৃত্যুর খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নুসরাত

×