ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আইসিইউ সংকট

প্রকাশিত: ২০:০৭, ২২ মে ২০২৫

আইসিইউ সংকট

বিশ্বে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের জন্য এই ইউনিটে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের ১৪টি সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে আইসিইউ সেবা। এতে গত চার মাসে গুরুত্বপূর্ণ এ সেবা থেকে বঞ্চিত হয়েছে প্রায় ১৪ হাজার রোগী। যাদের সামর্থ্য আছে, তারা বেসরকারি হাসপাতালে গিয়ে আইসিইউ সেবা নেন। দরিদ্র রোগীরা টাকার অভাবে এ সেবা নিতে ব্যর্থ হন। চিকিৎসাসেবায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল হলেও মুমূর্ষু রোগীর জন্য জরুরিভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হলে পাওয়া যায় না। এ সেবা পেতে দেখা যায় কখনো জনবলের অভাব, কখনো আইসিইউ সংকট।
চিকিৎসা একটি ব্যয়বহুল খাত। স্বল্প আয়ের অনেক লোক চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে হার মানে মৃত্যুর কাছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে গড়ে একটি পরিবারের ৫৫ হাজার ১৩৪ টাকা ব্যয় হয়। হাসপাতালে ব্যয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে ওষুধ। এরপর আছে যথাক্রমে সার্জারির ব্যয় ২৩ শতাংশ, রোগনির্ণয়ের ব্যয় ১৭ শতাংশ, বিছানা ভাড়া ১৬ শতাংশ, অন্যান্য ১৪ শতাংশ এবং চিকিৎসকের পরামর্শ বাবদ ৫ শতাংশ। বিত্তবানরা যে কোনো শারীরিক সমস্যায় পাড়ি জমান বিদেশে। তথ্যানুযায়ী, চিকিৎসায় বিদেশমুখী রোগীদের পেছনে প্রতি বছর প্রায় ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে থাকে। স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতে বরাদ্দের দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে। গত অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৮ কোটি টাকা। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটের ৫ দশমিক ১৯ শতাংশ। কম বরাদ্দের কারণে মানুষ মানসম্পন্ন সেবা পাচ্ছে না। সেবার মান উন্নত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, বার্ন ইনজুরি, কিডনি ডায়ালাইসিস, ট্রমা এবং দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া রোগীদের প্রয়োজন হয় আইসিইউর। অথচ দেশে বর্তমানে আইসিইউ সংকট ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এই বাস্তবতায়, আইসিইউ সেবা উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। আইসিইউ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ। পাশাপাশি রেসপিরেটরি থেরাপিস্ট, ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্টদের সমন্বিত দল থাকা উচিত। এই জনবলকে আধুনিক যন্ত্রপাতি পরিচালনা ও সংকটময় পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে প্রশিক্ষিত করা দরকার। আইসিইউ চিকিৎসা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও আপডেটেড বিজ্ঞাননির্ভর। চিকিৎসক ও নার্সদের নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও অনলাইন কোর্সের মাধ্যমে আপডেটেড রাখা প্রয়োজন। আইসিইউ সেবা উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজেট বরাদ্দ, স্বাস্থ্যনীতিতে আইসিইউ বিষয়ক নীতিমালা প্রণয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বমূলক কর্মসূচি গ্রহণ করা উচিত।

প্যানেল

×