ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারী ৫৬ বিজিরি সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

তাহমিন হক ববী, স্টাফরিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:০৪, ২২ মে ২০২৫

নীলফামারী ৫৬ বিজিরি সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

ভারতের গুজরাত থেকে বিমানে কোলকাতা তারপর সড়ক পথে জলপাইগুড়ি সীমান্তে। এরপর বাংলাদেশের নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির আওতায় থাকা ভারতীয় সীমান্ত দিয়ে ২১জনকে পুশইন করা হয়েছে। অভিযোগ মতে ভারতের ৯৩ ব্যাটালিয়ান বিএসএফ এই পুশইন করে। বিজিবি জানায়,আটক ২১ জনের মধ্যে দুইজন পুরুষ, ৬ জন মহিলা এবং ১৩ জন শিশু রয়েছে। তারা সকলেই নিজেদের বাংলাদেশী বলে দাবি করেছে।

আটক কৃতরা হলেন, খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রীশিমলা (১৯),তাদের সন্তান আলিশা (৩) ও আয়ান (৩ মাস)। নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার  আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪), একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫),খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯) তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)। নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজিজ,তার সন্তান কুলসুম (১০), রহমান (৬), রেহমান (৫), আফরিন (৩) ও রেহমাত (২)।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ মে) সকালে তাদের সীমান্ত এলাকায় ঘুরাঘুরি সময় আটক করা হয়। তাদের কে ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড় জেলা সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর সাব পিলার ১০ নম্বর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। গভীর রাতে ওপারের বিএসএফের ৯৩ ব্যাটালিয়ার পুশইন করে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ মে ৫৬ বিজিবির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। তাদের আটক করে বোদা থানার মাধ্যমে বিজিবি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

আটককৃত ২১জনের মধ্যে বয়স্কোদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। সেখানকার প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে। পরে বিমানযোগে কলকাতা। এরপর কলকাতা হতে গাড়ীতে জলপাইগুড়ি নিয়ে এসে   ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে তারকাটা গেইট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

এ ব্যাপারে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এঘটনায় ইতিমধ্যে আমাদের ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে। আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠালো। বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল। এ বিষয়ে আমরা বিজিবি পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব। তবে যারা শিশু রয়েছে তাদের বিরুদ্ধে নয়। সীমান্তে বিজিবি সর্বদা সচেতন আছে। যেকোনো পরিস্থিতির মোকাবেলায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে কড়া টহলদারি করছেন।

রাজু

×