
বৃহস্পতিবার (২২ মে) বেলা ৬টায় কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন আইসিবিসি এক্সপো ২০২৫ আজ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সল্যুশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম।
এক্সপোর উদ্বোধনী দিনে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সম্পাদিত হয়। কোয়াব-এর অফিসিয়াল থ্রি সিক্সটি এজেন্সি হিসেবে হেডকোয়ার্টার বিডি লিমিটেড চুক্তিবদ্ধ হয়। এই চুক্তির মাধ্যমে কেবল খাতের প্রচার, ডিজিটাল বিপণন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডিং কার্যক্রমে হেডকোয়ার্টার বিডি লিমিটেড নেতৃত্ব দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)র সভাপতি এ. বি. এম সাইফুল হোসেন, এডকো'র ট্রেজারার জহির উদ্দিন আল মামুন, বিএসিএল'র ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমাদুর রহমান কোয়াব ও হেডকোয়ার্টার বিডি লিমিটেড-এর অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন, নেটওয়ার্ক উন্নয়ন ও কনটেন্ট মান উন্নয়নে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এক্সপোর বিশেষ দিকগুলো:
দেশি ও বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল,লাইভ ডেমো ও প্রযুক্তি সেমিনার, স্মার্ট কেবল টিভি সল্যুশন প্রদর্শনী ডিজিটাল নেটওয়ার্কিং ও নিরাপত্তা প্রযুক্তি তিন দিনব্যাপী এই এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ভিজিটর, কেবল অপারেটর, প্রযুক্তিপ্রেমী ও উদ্যোক্তাদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে প্রথম দিনেই।
এই এক্সপো প্রযুক্তি ও মিডিয়া খাতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মিমিয়া