
ছবি : জনকণ্ঠ
সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে। বৃহস্পতিবার যশোর আইটি পার্কের মিলনায়তনে দেশের প্রথিতযশা সাড়ে চার শ’ সার্জারি চিকিৎসকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সোসাইটি অব সার্জনস বাংলাদেশ যশোর জোন। সেমিনারে সার্জারির বিভিন্ন ঝুঁকির কারণ নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জন বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন প্রথিতযশা সার্জারিয়ানরা।
এ ধরনের সেমিনার সার্জারি চিকিৎসকদের সঠিকভাবে সার্জারি করতে এবং রোগীদের সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ চিকিৎসকেরা। প্রথমবারের মতো হওয়া সেমিনারটি নবীন ও প্রবীণ চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়। দুই দিনব্যাপী সেমিনারে চারটি সেশনে ২০টি বিষয়ভিত্তিক সার্জারির উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ফিরোজ কাদীর। সোসাইটি অব সার্জনস বাংলাদেশ যশোর জোনের সভাপতি প্রফেসর ডা. এন. কে. আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটি অব সার্জনস বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রফিকেস সালেহীন, সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হাসান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম, সংগঠনটির সহ-সভাপতি প্রফেসর এ. এম. এস. এম. শরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহমেদ সামি আল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. আবু সায়েম, বৈজ্ঞানিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান। শুক্রবার এই সেমিনারের সমাপ্তি হবে।
সোসাইটি অব সার্জনস বাংলাদেশ যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান জানান, ‘সারাদেশের প্রথিতযশা সার্জনরা এসেছেন সেমিনারে। নবীন-প্রবীণ সার্জনদের মিলনমেলায় পরিণত হয়েছে। চারটি সেশনে জেনারেল, ল্যাপারোস্কোপিকসহ ২০টি বিষয়ভিত্তিক সার্জারির উপর আলোকপাত করা হয়। দেশের প্রথিতযশা সার্জারিয়ানরা তাদের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সার্জারি চিকিৎসকেরা তাদের চিকিৎসা-মেধা আরও উন্নত ও সমৃদ্ধ করছেন। আশা করছি, দেশের প্রথমবারের মতো আয়োজিত এই সেমিনারের মাধ্যমে চিকিৎসকেরা সাধারণ মানুষকে সেবা প্রদানে আরও সহায়ক ভূমিকা পালন করবেন।’
সা/ই