ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

২৫ বছর ধরে অযত্নে পড়ে আছে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ সাইক্লোন সেন্টার

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

প্রকাশিত: ২০:১১, ২২ মে ২০২৫

২৫ বছর ধরে অযত্নে পড়ে আছে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ সাইক্লোন সেন্টার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ঐতিহাসিক সাইক্লোন সেন্টার দীর্ঘ ২৫ বছর ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। এক সময় ঘূর্ণিঝড়কবলিত মানুষের প্রধান আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত এই আশ্রয়কেন্দ্রটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে তৎকালীন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সামছুল হকের উদ্যোগে এবং হারামিয়া গ্রামের বাসিন্দা মরহুম আজিরণ মিয়ার জমি দানে নির্মিত হয় এ সাইক্লোন সেন্টারটি। শুরুতে এটি কেবল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ১৯৮০-এর দশক থেকে এটি ডাকঘর হিসেবেও ব্যবহৃত হতে থাকে।

তবে ২০০০ সালের পর থেকে সেন্টারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ভবনের চারপাশে জন্মেছে ঘন ঝোপঝাড়, প্রবেশের কোনো সুনির্দিষ্ট পথ নেই। ভবনের পাশে গড়ে উঠেছে গুপ্তছড়া বাজারের ময়লার স্তূপ, যেখানে গরু, মুরগির নাড়িভুঁড়ি ফেলা হয়। কেউ কেউ এটিকে প্রকাশ্যে টয়লেট হিসেবেও ব্যবহার করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সেন্টারটির এই জরাজীর্ণ ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এখন কেউ আর প্রবেশ করতে সাহস পান না। ভবনের ভেতরে সাপের বসবাসও লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবছর ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় এলাকাবাসী নিরাপদ আশ্রয়ের অভাবে দুশ্চিন্তায় থাকেন। অথচ সরকারিভাবে নির্মিত এ আশ্রয়কেন্দ্রটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হলে তা বহু মানুষের জীবন বাঁচাতে পারত বলে মনে করেন তারা।

স্থানীয় বাসিন্দা আবু জাফর সওদাগর বলেন, “আমরা প্রতি বছর ঝড় আসলে আতঙ্কে থাকি। অথচ সামনে একটা আশ্রয়কেন্দ্র থাকলেও তার কোনো উপকার পাই না।”

এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, “এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটি দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হলে দুর্যোগকালীন সময়ে মানুষের প্রাণরক্ষা করা সম্ভব হবে।”

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাইক্লোন সেন্টারটি সংস্কার ও পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলে।

আলীম

×