ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএসএফ আবারও ৫জনকে ঠেলে পাঠালো বাংলাদেশে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৫:৫৮, ২২ মে ২০২৫

বিএসএফ আবারও ৫জনকে ঠেলে পাঠালো বাংলাদেশে

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে আবারও শিশুসহ বাংলা ভাষী পাঁচজনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। তারা ভারতের হরিয়ানা রাজ্যে একটি ইটভাটায় কাজ করতেন।

বৃহস্পতিবার ভোর রাতে তাদের বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তের ফেনী নদীতে গভীর রাতে হাত-পা বেঁধে ফেলে দেয়। ভোরে তারা বাংলাদেশের দিকে প্রবেশ করেন। তারা ভারতের হরিয়ানার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান তুহিন বলেন, পাঁচজনকে সাময়িকভাবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে তাদের উপজেলা প্রশাসন থেকে খাবার দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিজিবি, উপজেলা প্রশাসন ও রামগড় থানা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন এবং পানছড়ি উপজেলার লোগাং দিয়ে ৩০ জনকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×