ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মো. জাফরুল হাসান, নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৬:০৫, ২২ মে ২০২৫

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ছবি : জনকণ্ঠ

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য ও চিকিৎসা সেবা প্রদানে অনিয়মসহ বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ পাঁচজন সদস্য।

উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বলেন, আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, চিকিৎসা সেবা প্রদানে অনিয়ম এবং প্রধান সহকারী নাহিদা আক্তারের বিল বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

সা/ই

×