ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও:

প্রকাশিত: ১৫:৫৯, ২২ মে ২০২৫

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

রাণীশংকৈলের পৌর শহরের বসাকপাড়া এলাকায় নিজ ঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ বিনা রাণী বসাক (২৩) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিনা রাণী ওই এলাকার শ্রী বর্গোনাথের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে বিনা রাণী ও তার স্বামী শ্রী বর্গোনাথ পৌর শহরের কলেজপাড়া মন্দিরে হরিবাসরে অংশগ্রহণ করেছিলেন। মধ্যরাতে বাসায় ফেরার পর দুজনেই আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বর্গোনাথ কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলে, ফিরে এসে তার স্ত্রীকে নিজের ঘরের সড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কেনো আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নুসরাত

×