
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের বিকল্প পথ তৈরি করা এখন সময়ের দাবি। তিনি বলেন, প্রতিবছর প্রায় ২২ লাখ নতুন কর্মজীবী বাজারে প্রবেশ করছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হচ্ছে না।
একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের প্রধান ইমিডিয়েসিটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার করে শিল্প পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সম্ভব করতে হলে চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প রুট চালু করতেই হবে।”
তিনি আরও বলেন, নতুন সরকার আসার অপেক্ষা না করে বর্তমান পরিস্থিতির চাপে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। "চট্টগ্রাম পোর্টকে বাইপাস না করলে শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সম্ভব নয়," মন্তব্য করেন শফিকুল আলম।
তথ্যসূত্রঃ https://youtube.com/shorts/YAD8e1Oot-Q?si=Lz2qWs23LnfbuxDk
মারিয়া