
ছবি: জনকণ্ঠ
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে মানিকগঞ্জ আদালত চত্বর।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া ছাত্রদল, যুবদলসহ সাধারণ জনতা ‘ফাঁসি চাই’ স্লোগান দেন এবং মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে মানিকগঞ্জের আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে শুনানি শেষে ফেরার সময় জনতার একাংশ ক্ষোভ প্রকাশ করে ডিম নিক্ষেপ করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, “আমি সারাক্ষণ তার পাশে ছিলাম। ডিম নিক্ষেপের সময় আমার শরীরেও লেগেছে।”
জানা যায়, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা গত বছরের ২৫ অক্টোবর সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার শুনানিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে, মমতাজ বেগমের নির্বাচনী এলাকা হরিরামপুরে রাজনৈতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন। সেই মামলায় আদালত মমতাজের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি গ্রহণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এবং আদালত-৩ এর বিচারক আইভি আক্তার। এর আগে ঢাকায় দায়ের করা একাধিক মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন মমতাজ বেগম।
প্রসঙ্গত, বিভিন্ন মামলা-মোকদ্দমার মধ্যে দিয়ে আলোচিত এই সাবেক সাংসদের রাজনীতি ও সংগীতজীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এসইউ