ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় বহিরাগতদের হামলায় আহত দুই শিক্ষার্থী

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৬:৫৩, ২২ মে ২০২৫; আপডেট: ১৬:৫৪, ২২ মে ২০২৫

দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় বহিরাগতদের হামলায় আহত দুই শিক্ষার্থী

ছবি : জনকণ্ঠ

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন হোসেনাবাদ এলাকার মমুনুর রশিদের ছেলে মনোয়ার হোসেন রুদ্র (১৮) এবং আতিক হাসানের ছেলে ফাহিম (১৮)। তারা উভয়েই হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী।

আহতদের মধ্যে রুদ্র দুপুরে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে প্রবেশের পরপরই পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন বহিরাগত যুবক কলেজ চত্বরে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। হামলায় রুদ্র ও ফাহিম মারাত্মকভাবে আহত হন।

আহত ফাহিম বলেন, “পরীক্ষা শেষে কলেজ গেট দিয়ে বের হওয়ার সময় আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, “সামান্য একটি বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সা/ই

×