ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সাঁড়াঘাটে শতাধিক রাউন্ড গুলি, কাঁকন বাহিনীর বিরুদ্ধে বিশ্বাস এন্টারপ্রাইজের অভিযোগ

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী

প্রকাশিত: ১৬:২৯, ২২ মে ২০২৫; আপডেট: ১৬:২৯, ২২ মে ২০২৫

সাঁড়াঘাটে শতাধিক রাউন্ড গুলি, কাঁকন বাহিনীর বিরুদ্ধে বিশ্বাস এন্টারপ্রাইজের অভিযোগ

ছবি: দৈনিক জনকন্ঠ।

ঈশ্বরদীর পদ্মানদীর সাঁড়াঘাট এলাকায় নদী থেকে বালু উত্তোলনের সময় অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে ও লাঠিপেটা করে ৭ যুবদলের সদস্য ও বালু উত্তোলনের দিন মজুরকে মারাত্মকভাবে আহত করেছে। 

বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের দিন মজুর ও যুবদল সদস্য ঈশ্বরদীর রুপপুরের মৃত আনার আলীর ছেলে চপল সরদার, লালু ও সানা উল্লাহ ওরফে ডেগার, ভেড়ামারা থানার গোলাপ নগরের হযরত আলীর ছেলে রিপন, একই এলাকার শাহীন আলমের ছেলে রাসেল, মৃত শুকুর আলীর ছেলে সৈকত এবং ভেড়ামারার জার্মানীর ছেলে সেলিম। এদের মধ্যে সেলিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, “নদীতে বালু উত্তোলনের সময় আকস্মিকভাবে একদল সশস্ত্র সন্ত্রাসীরা দিনমজুরদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এর আগে বুধবার বিকেলেও ঐ সন্ত্রাসীরা এলাকায় এসে তিন রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।”

এদিকে এঘটনার পর বৃহস্পতিবার বিকেলে মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে ঐ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী টনি বিশ্বাস সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, “আন্ডার ওয়ার্ল্ডে ডন অস্ত্রধারী কাঁকন বাহিনীর প্রধান কাঁকন দীর্ঘ প্রায় বারো বছর ধরে নদীর চরে বাড়িঘর করে সন্ত্রাসী বাহিনী দিয়ে লুটপাট ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে লালপুর থেকে গড়াই নদী পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করেছে।” সম্মেলনে তিনি পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মিরাজ খান

×