
ছবি: জনকণ্ঠ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের চৌধুরীর পোল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে একটি দ্রুতগতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হন রায়হান হোসেন সুজন (২৫)। তিনি রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে রায়হানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে চাঁদপুর পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রায়হানের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নাজড়িত কণ্ঠে তার মা বলেন, “আমার ছেলে সকালে বেরিয়ে গেল, আর ফিরবে না। এটা ভাবতেই পারছি না। ওর তো জীবন শুরুই হলো না।” পিতা সিরাজুল ইসলাম বলেন, “আমার ছেলেটা খুব ভদ্র ছিল। সামনে ওর অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক করা না গেলেও চালককে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ