
ছবি: জনকণ্ঠ
ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে অ্যাকশনএইড বাংলাদেশ ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও কুড়িগ্রাম জেলা হাবের কার্যালয় উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান,ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, কুড়িগ্রাম জেলা হাব সভাপতি সাইদা ইয়াসমিন,কুড়িগ্রাম হাব এর সাধারণ সম্পাদক এম রশিদ আলী,উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,অঞ্জন রায়, অ্যাকশনএইড বাংলাদেশ, ইউএসএস এর জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।
হাব এর উদ্দেশ্য মানবাধিকার, সুশাসন এবং সামাজিক ন্যায় বিচারের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য জেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনগুলোর একটি সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি প্ল্যাটফর্ম।দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদান রাখা যেখানে প্রতিটি মানুষ সমাজে সমান মর্যাদা, অধিকার এবং সামাজিক নিরাপত্তা পাবে। একই সাথে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সিএসও সহ অন্যান্য সমমনা নেটওয়ার্ট, সরকারি বিভিন্ন অধিদপ্তর, বেসরকারি সংগঠন ও দাতা সংস্থার সঙ্গে সংযোগ স্থাপন এবং অ্যাডভোকেসী করা। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও কুড়িগ্রাম জেলা হাব।
সাব্বির