
ছবি: দৈনিক জনকন্ঠ।
চিলমারী-রৌমারী নৌ রুটে দীর্ঘ ৫ মাস পর চালু হয়েছে ফেরি চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী-রৌমারী ফেরী সার্ভিস বিআইডব্লিউটিসি এর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি বলেন, “নাব্যতা সংকটের কারণে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুজ্ঞলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারের শুরু হয়েছে।”
এদিকে ফেরি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত জেলার যানবাহন চালক-মালিকরা। দীর্ঘ দিন থেকে ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ট্রাক চালকদের। ফেরি চালু থাকলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে।
নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি চলাচল বন্ধ ছিল। পুরো ব্রহ্মপুত্র নদে পানি জুড়ে প্রায় ১৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হলেও ফেরি চলাচল করার জন্য উপযোগী করা যায় নাই। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে।
বিআইডব্লিউটিএ' অফিস সূত্রে জানা গেছে, ২০শে সেপ্টেম্বর ২০২৩ সালে রৌমারী ও চিলমারী নৌরুটে ফেরী উদ্বোধন করা হয়। এ রুটে ফেরী কুঞ্জলতা ও ফেরী কদম চলাচল করে।
মিরাজ খান