ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মসলা চাষে বদলে গেছে গ্রামের নাম

সোহাগ মাহমুদ, কুষ্টিয়া

প্রকাশিত: ১৬:৫৩, ২২ মে ২০২৫

মসলা চাষে বদলে গেছে গ্রামের নাম

ছবি: জনকণ্ঠ

কুষ্টিয়ায় একটি গ্রামের নাম বদলে গিয়ে পরিচিতি পেয়েছে মশলা গ্রাম নামে । ঘটনাটি কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়া পাড়ক  ও বড়িয়া বটতৈল গ্রামে।

মসলা চাষের কারনে গ্রাম দুটির নাম পরিবর্তন হয়ে এখন মসলা গ্রাম নামে পরিচিতি পেয়েছে।
আর তাই গ্রাম গ্রামটির নাম এখন মশলা গ্রাম । 


মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্পটি হাতে নেই কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । 


এই প্রকল্পের আওতায় কৃষকদের বীজ, চারা, খাচা, সার, ব্যাগ, নেট হাউজসহ গ্রীন হাউজের ব্যবস্থা করা হয়েছে।

দুইটা গ্রামের ৬ কিঃমিঃ সড়কের দুপাশ জুড়ে শোভা পাচ্ছে প্রায় ৪হাজার তেজপাতা ও দারুচিনির গাছ । এছাড়াও বিভিন্ন বাড়ির আঙ্গিনায় আদা চাষের পরামর্শ দিয়ে প্রায় ৮হাজার বস্তাতে আদা চাষ করছে ২০০ পরিবার। 
এখানে ১০০ পরিবার নিয়ে একটি সমাবায় সমিতি করা হয়েছে তবে এর আওতায় প্রায় ২০০ পরিবার কাজ করে যাচ্ছে। 


কুষ্টিয়া কৃষি অধিদপ্তরের তত্ত্ববধানে এই প্রকল্পটি চলমান রয়েছে। 
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশেই গ্রামে প্রবেশ করলেই সড়কের দুইপাশে নজরে পড়বে খাচায় ঘেরা সারি সারি মসলার গাছ । মাঠ জুড়ে নানা ধরণের ফসলের চাষ। এসবের মাঝেই গভীর যত্নে গড়ে তুলেছেন আদা, দারুচিনি, লবঙ্গ, জিরা, ক্যাপ্সিকামসহ ১৩ ধরণের মশলা। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। অনান্য চাষের পাশাপাশি এবার মশলার চাষ শুরু করেছেন তারা।


তুলনামুলক উচু এবং সমতল ভুমি হওয়ায় চাষের উপযোগী এই গ্রাম। নিজেদের সুবিধা মতো কয়েক ধরণের মশলার আবাদে আশাবাদী চাষীরা।

কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল ইসলাম জানান, এখান থেকে সফল ভাবে মসলার ভালো ফলন পেলে পুরো জেলা জুড়ে চাষের পরিকল্পনা আছে কৃষি অধিদপ্তরের।
এছাড়াও আমাদের পক্ষ থেকে সব সময় গ্রামজুড়ে পর্যবেক্ষণ থাকে, চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে মশলার ভালো ফলন পেতে।
খাদ্যে স্বয়ং সম্পন্ন হওয়া, জেলার খাদ্য ঘাটতি মেটানোসহ আমদানী ব্যায় কমিয়ে রপ্তানি করার সম্ভবানা দেখছেন কুষ্টিয়া কৃষি অফিস।

ছয় মাস আগে মশালার চাষাবাদ শুরু করে ইতিমধ্যে কয়েক ধরণের মশলার উৎপাদ সফল হয়েছে । চলতি বছরে দেখা মিলবে মূল্যবান কয়েকটি মশলার উৎপাদন।

এসইউ

×