
ছবি: দৈনিক জনকন্ঠ।
সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগিতা নিবেন। দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সাংবাদিক চাইলে ঘটনার পিছনের ঘটনা তুলে আনতে পারেন। এই খানে রোহিঙ্গা ইস্যু, মাদক ইস্যু, মানবপাচারের মতো আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়ে থাকে এসবের পিছনের গল্প, দেশের নিরাপত্তা ও অসৎ ব্যক্তিদের চিহ্নিত করতে হলে এই জনপদে সাংবাদিকদের গুরুত্বসহকারে কাজ করতে হবে।
এসব কাজে পুলিশ বা অন্যান্য প্রশাসন আপনাদের সহযোগিতা না করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার সুবিধার্থে সুযোগ করে দেওয়ার প্রসেসিং তৈরি করা হবে। কক্সবাজারে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় গেস্ট অব অনার পারসন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১২ টার দিকে কক্সবাজার প্রেসক্লাব ও উখিয়া প্রেসক্লাবের একঝাঁক তরুণ-প্রবীণ সংবাদ কর্মীদের নিয়ে 'সিগাল' নামক একটি আভিজাত্য হোটেলে এ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।
এ সময় উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং বিষয় নিয়ে প্রশিক্ষণ সেশন-১ এর ভুমিকায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন।
প্রশিক্ষণ সেশন-২ এর মধ্যে স্টোরিটেলিং, উপসম্পাদকীয় বিষয়ে প্রশিক্ষকের ভুমিকায় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা করেন দি ডেইলি স্টারের প্রিন্ট-ডিজিটালের সম্পাদকীয় বিভাগের প্রধান ইরেশ ওমর জামাল।
সেশন-৩ তে প্রান্তিক ও সীমান্ত জনপদ নিয়ে রিপোর্টিং ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।
এসব কর্মশালা-প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উপস্থিত সাংবাদিকদের সনদ প্রদান করেন অতিথিবৃন্দরা।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র ডিরেক্টর লিগ্যাল এন্ড সিএফও ফ্রেন্ডশিপ কর্মকর্তা শামীম রেজা,ডিরেক্টর এন্ড হেড অব কমিউনিকেশন ফ্রেন্ডশিপ কর্মকর্তা মিসেস তানজিনা শারমিন ও কর্মশালার অভিজ্ঞতা অতিথি উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ।
উল্লেখ্য, দিনব্যাপি সাংবাদিক কর্মশালা ও প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডশিপ
মিরাজ খান