ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হারিয়ে গেছে ‘সিম্বা’, বিড়ালের খোঁজে চোখে জল নিয়ে পোস্টার সাঁটালেন মারিয়া

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ২২ মে ২০২৫; আপডেট: ১৩:৫৭, ২২ মে ২০২৫

হারিয়ে গেছে ‘সিম্বা’, বিড়ালের খোঁজে চোখে জল নিয়ে পোস্টার সাঁটালেন মারিয়া

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজ প্রিয় পোষা বিড়ালের খোঁজে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামের এক কলেজছাত্রী। শহরের বিভিন্ন এলাকায় নিজ হাতে পোস্টার লাগিয়ে বিড়ালের সন্ধান চেয়ে তিনি ঘোষণা দিয়েছেন, যে খুঁজে দেবে তার আদরের ‘সিম্বা’কে, তাকে দেওয়া হবে এক হাজার টাকা পুরস্কার।

 

 

তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া বরিশাল থেকে গত মার্চ মাসে ৫ হাজার টাকায় বিড়ালটি কিনেছিলেন। বয়স তখন ছিল মাত্র ১ মাস ১৭ দিন। আদর করে নাম রেখেছিলেন ‘সিম্বা’। দেখতে ছিল সাদা রঙের, লম্বা লোমওয়ালা আর বড় বড় চোখের। ডাক দিলেই সাড়া দিত।

১৯ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় হঠাৎ করে নিখোঁজ হয় প্রিয় সেই পোষা প্রাণী। এর আগের দিন তাদের বাড়িতে মেহমান এসেছিল। হয়তো সেই ব্যস্ততার মাঝেই চুপিচুপি কোথাও চলে গেছে কিংবা ভুলবশত কেউ নিয়ে গেছে সিম্বাকে।

মারিয়া জানান, “সিম্বা আমার কাছে শুধু একটা প্রাণী নয়, সে আমার পরিবারের সদস্য। ওকে আমি বড় করেছি মায়া-মমতা দিয়ে। ওর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। জানি না এখন কোথায় আছে, কেমন আছে। খেতে পাচ্ছে কিনা, এই চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “ও হয়তো আমাকেই খুঁজছে। সেই কষ্ট থেকেই আমি পোস্টার ছাপিয়েছি। যেখানে সিম্বার ছবি দিয়ে বিস্তারিত বর্ণনা লিখেছি। কেউ যদি খোঁজ দিতে পারেন, তাহলে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার দেব।”

 

 

মারিয়ার এমন উদ্যোগে অনেকেই বিস্মিত ও মুগ্ধ। একটি বিড়ালের জন্য এমন ভালোবাসা ও যত্ন সত্যিই বিরল। ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে ‘সিম্বা’র জন্য ছাপানো পোস্টার। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজে সহায়তা করছেন।

পোষা প্রাণীপ্রেমীদের মতে, প্রতিটি প্রাণীর সঙ্গেই জড়িয়ে থাকে আবেগ, ভালোবাসা আর বন্ধনের গল্প। আর মারিয়ার ‘সিম্বা’র গল্প যেন সেই সত্যিকারের ভালোবাসারই এক নিঃশব্দ উদাহরণ।

যদি কেউ সিম্বার সন্ধান পান, অনুগ্রহ করে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। হয়তো কোনো হৃদয়বান মানুষের সহায়তায় আবার ফিরে আসবে আদরের ‘সিম্বা’, তার আপন ঠিকানায়, ভালোবাসার কোলে।

 

আঁখি

×