ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস-কে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১২:৪৩, ২২ মে ২০২৫

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস-কে দুদকের জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত।

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর আগে গত ২২ এপ্রিল পদত্যাগ করেন মোয়াজ্জেম হোসেন। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তার সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ করেছেন তিনি নিজেই।

উপদেষ্টাদের এপিএস এবং প্রোগ্রাম অফিসারদের (পিও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ গত ২৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্মারকলিপি জমা দেয়। ওইদিন সংগঠনটির ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল করে দুদকে আসে নেতাকর্মীরা।

নুসরাত

×