ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১২:৫৭, ২২ মে ২০২৫; আপডেট: ১২:৫৯, ২২ মে ২০২৫

সাতক্ষীরায় ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। 

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম প্রমুখ।

সজিব

×