ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন সিটি বার্ষিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন ৭ বাংলাদেশি

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।।

প্রকাশিত: ১২:৫৬, ২২ মে ২০২৫; আপডেট: ১২:৫৭, ২২ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন সিটি বার্ষিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন ৭ বাংলাদেশি

কমিউনিটি সেবামূলক কার্যক্রমে অসামান্য অবদান রাখায় এক জমকালো অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের সিটি ওয়ারেন সিটি কাউন্সিল অব কমিশনের বার্ষিক অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট (অ্যাওয়ার্ড) পেলেন ৭ বাংলাদেশি সহ আরো ৩ আমেরিকান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন, টেক্স ইনক্রিমেন্ট ফিনান্স অফিসার কবির আহমেদ, প্ল্যানিং কমিশনার সৈয়দ সাহেদুল হক, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান, মৌরি সুলতানা ও দেলোয়ার আনসার।গত ১৯ মে আনন্দ-উল্লাসের মধ্যে সংশ্লিষ্ট সিটি মেয়র লরি এম স্টোর ওই সম্মানে বাংলাদেশিদের ভূষিত করেন।

ওয়ারেনস্থ ব্যাংকোয়েট সেন্টারে এমন প্রাণবন্ত অ্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলবৃন্দ, কমিশন মেম্বার, সিটি কর্মকর্তাগণ ও বিভিন্ন সিটি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় সৃষ্টি হয়েছিল আনন্দঘন পরিবেশ।

আফরোজা

×