ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের পতাকা রাখায় ভারতে মুসলিম যুবক গ্রেফতার

প্রকাশিত: ১৪:৪২, ২২ মে ২০২৫; আপডেট: ১৪:৪২, ২২ মে ২০২৫

ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের পতাকা রাখায় ভারতে মুসলিম যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে সামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সামসুদ্দিন মণ্ডল তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা। বুধবার (২১ মে) বিকেলে তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করা হয়।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে, সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অকালপুর রেলওয়ে স্টেশনের একটি টয়লেটে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে 'হিন্দুস্তান মুরদাবাদ' ও 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান লিখে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার অভিযোগে চন্দন মালাকার ও প্রজ্ঞজিৎ মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়। তারা 'সনাতনী একতা মঞ্চ' নামক একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এসইউ

×