
হৃদয়ের ক্যানভাস
সাকিরা নোভা
যদি আমার হাতে আকাশ পাই
তবে তোমার জন্য এটিকে আমি ক্যানভাসে
পরিণত করবো।
যদি আমি এক সমুদ্দুর জীবন পাই
তবে মহাবিশ্বের অসীম শূন্যতায়
তোমার সম্পর্কে লেখার জন্য কালি তৈরি করবো।
কিংবা যদি আমার হাতে সূর্য আসে
তবে আমি বলবো, দয়া করে আমার
প্রিয়জনকে অতিরিক্ত তাপ দিয়ে কষ্ট দিও না।
যদি আমার হাতে চাঁদ পাই
সত্যি বলছি তোমার জন্য
প্রশান্তিদায়ক আলোর মিছিলে
আমি আলো হবো।
যতটা আলো ছড়ালে অন্ধকার আলোকে
জড়িয়ে ধরে ঠিক ততটাই আমি তোমাকে
জড়িয়ে থাকবো।
বিষাক্ত আঁধার
ইমন হোসেন
পাকস্থলীতে ক্ষুধা, হৃদয়ে অনন্ত তৃষ্ণা-
আর মস্তিষ্কে শৈলসম উদ্বিগ্নতা নিয়ে,
আমি আর কতটুকু ছুটে যাবো শুভ্রতার পানে;
আমাকে ডেকো না বসন্ত, আমাকে ডেকো না ফুল,
দুর্বার পরাজয়ে আমি আজ সমর্পিত মেঘেদের থাবায়।
মাকড়সার মতো আমার চতুর্দিকে বিস্তৃত,
দীর্ঘশ্বাসের সুদীর্ঘ মায়াজাল!
ভ্রান্তির জোয়ারে ভেসে আমি আজ নির্বাসিত,
গ্লানিময় শূন্যতার আলোহীন দ্বীপে!
সেদিনও তো কথা ছিলো পাখি হবো,
জীবনের অন্তরীক্ষে উড়ে যাবো হর্ষিত স্বপ্নের ডানায়;
আমার এবং আমাদের সবকটি অন্ধকার,
দু’হাতে উড়িয়ে দেবো একগুচ্ছ পুষ্পের মতো;
অথচ আজ কল্লোলময় জ্যোৎস্নার শরীর ছুঁয়ে,
হলুদ পাতার মতো ঝরে পড়ে বিবর্ণ নীরবতা!
হৃদয়ের সরোবরে,
বর্ণিল জলরাশির মতো ঢেউ তোলে অন্ধকার;
দেয়ালের পর দেয়াল, শিকলের পর শিকল ডিঙিয়ে,
আমি আজো ছুঁতে পারিনি প্রভাতের নির্মল রোদ্দুর;
আমাকে ডেকো না আলো, আমাকে ডেকো না আর,
নির্মোহ ছুঁয়ে থাক এই বিষাক্ত আঁধার!
প্যানেল