
ছবি : জনকণ্ঠ
সাভারে একটি অবৈধ হাউজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করেছে রাজউক। এ সময় প্রতিষ্ঠানটির এক পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় ‘রেলিক সিটি’ নামে একটি হাউজিং কোম্পানিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন ওই হাউজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয়। হাউজিং কোম্পানিটির কোনো ধরনের নিবন্ধন নেই। এছাড়া তারা ২৭ শত একর জমির লে-আউট নকশা প্রণয়ন করে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে বিক্রি করছে।
তিনি আরও বলেন, “আমরা এখানে এসে হাউজিংয়ের অ্যাডমিনকে পেয়েছি। তারা স্বীকার করেছে, ১০ বিঘা জমি কিনেছে বা বায়না করেছে। কিন্তু তারা ‘রেলিক সিটি’র নামেই কাগজপত্র তৈরি করেছে। অথচ তাদের প্রতিষ্ঠানের কোনো নিবন্ধনই হয়নি।”
পরে তাদের সাইনবোর্ড ভেঙে ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাউজিং কোম্পানির মালিককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আলিফ