ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জেলা মাল্টি পারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি।

প্রকাশিত: ২০:৩২, ২২ মে ২০২৫

জেলা মাল্টি পারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা স্কাউটের আয়োজনে মাল্টিপারপাস ওয়ার্কশপ আজ বৃহস্পতিবার (২২ মে) ফরিদপুর সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা কমিশনার মোসলেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাল্টিপারপাস ওয়াকসপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। 
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউট সম্পাদক মোঃ হায়দার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট ফরিদপুর জোন উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন। 
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশের স্কাউট ফরিদপুর জেলা শাখার কোষাধাক্ষ মোঃ জাহাঙ্গীর মণ্ডল।

 


দিন ব্যাপী এই ওয়ার্কশপে জেলার সম্পাদক, কমিশনার,সহকারী কমিশনারগন, কোষাধাক্ষ,যুগ্ম সম্পাদক, জেলা কাব-স্কাউট লিডার, জেলা স্কাউট লিডার, এলটি এবং ৯টি উপজেলা থেকে সম্পাদক, কমিশনার, উপজেলা কাব-স্কাউট লিডার, স্কাউট লিডারগনসহ মোট ৫৩ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

সায়মা

×