
ছবিঃ সংগৃহীত
যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় আলোচিত ‘কাচ্চিভাই’ ও ‘অনন্যা ঘোষ ডায়েরি’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (২২ মে) মামলার ধার্য তারিখে এ আদেশ দেন। এ দিন ‘কাচ্চি ভাই’-এর মালিক সোহেল সিরাজ এবং ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিক মিহির ঘোষকে আদালতের হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা আসেন নি। তবে, জনি কাবাবেব মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হন, একই সাথে দোষ স্বীকার করেন। আদালত জনির জামিন মঞ্জুর করেন তার মামলার আগামি ১৬ জুন পরবর্তী দিন ধার্য করেন।
এছাড়া কাচ্চিভাই এর মামলাটি আগামি ৩ জুন ও অনন্যার মামলাটি ৪ জুন দিন ধার্য করে দুই প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতারের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল।
উল্লেখ্য, গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠান—‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’তে বিশুদ্ধ থাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং সরবরাহের প্রমাণ মেলে। রান্নাঘরের নোংরা পরিবেশ, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের কারণে ওই দিন তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। ওই তিন মামলার বৃহস্পতিবার ধার্য তারিখে পৃথক এ আদেশ দেয়া হয়।
ইমরান