ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

কবিতা: আমার সবুজ গাঁয়ে

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন

প্রকাশিত: ২১:১৯, ২০ মে ২০২৫; আপডেট: ২১:৩১, ২০ মে ২০২৫

কবিতা: আমার সবুজ গাঁয়ে

ছবি: সংগৃহীত

আমার সবুজ গাঁয়ে
 মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন 

তুমি যাবে নাকি ভাই আমার ছোট্ট সবুজ গাঁয়
যেথায় কোকিল মনের সুখে মধুর গান শুনায়।

ফাগুন যেথায় আগুন ঝরায় কৃষ্ণচূড়ার বনে
ফুলের গন্ধে ঘুম ভেঙে যায় পাখির কলতানে।

কালবৈশাখীর কালো যেথা করে ডাকা ডাকি
 যে আধারে এখনো মোরা লড়াই করে বাছি।

যাবে নাকি ওভাই আমার আম-কাঁঠালের হাটে 
মাঠের পরে মাঠ-পেরিয়ে গাঁয়ের বধূর বাটে।

যাবে না-কি দেখতে ওভই  কানা বগীর খেলা
শরৎ রাতে নীল আকাশে সাদা মেয়ের ভেলা।

শুনতে দেব  মাটির ঘরে আমন ধানের সাথে
গায়ের বধূর গল্প হাজার পিদিম জ্বলা রাতে।

হিমেল ঝরা পৌষের রাতে শিশির ভেজা পায়ে
যাবে না-কি ওভাই আমার সবুজ শ্যামল গাঁয়ে।

আলীম

×