
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ধমক দিলেন এনবিসি টেলিভিশনের এক সাংবাদিককে, যিনি কাতারের দেওয়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজের বিষয়ে প্রশ্ন তোলেন। বুধবার (২২ মে) হোয়াইট হাউজে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় এই ঘটনা ঘটে।
বৈঠক শুরুতে হাসিমুখে শুরু হলেও শীঘ্রই উত্তেজনা তৈরি হয়। ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও জমি দখলের অভিযোগ তুলে বিতর্কিত মন্তব্য করেন। এসময় এনবিসির সাংবাদিক কাতারের দেওয়া বোয়িং ৭৪৭ কে ভবিষ্যতের ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে রূপান্তরের বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, “আপনি কী বলছেন? এই প্রশ্নের কোনও মানে হয় না। এখানে কাতার থেকে পাওয়া জেট নিয়ে প্রশ্নের কোনও প্রাসঙ্গিকতা নেই।” এরপরই সাংবাদিককে ‘এখান থেকে বেরিয়ে যান’ বলে সরিয়ে দেন ট্রাম্প। তিনি সাংবাদিককে ‘ভয়ংকর রিপোর্টার’ আখ্যা দিয়ে বলেন, “আপনার রিপোর্টার হওয়ার যোগ্যতাও নেই, আপনি যথেষ্ট বুদ্ধিমান নন।”
ট্রাম্প আরও অভিযোগ করেন, সাংবাদিক আসল গুরুত্বপূর্ণ বিষয় থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি এনবিসি ও এর মালিক কমকাস্টের সিইও ব্রায়ান রবার্টসের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেন।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “কাতার আমাদের বিমানবাহিনীকে একটি বোয়িং ৭৪৭ জেট দিয়েছে, যা অত্যন্ত ভালো একটি বিষয়। তারা আমাদের দেশে ৫.১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগও করেছে।”
পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র সিএনএনকে জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কাতার থেকে বোয়িং ৭৪৭ গ্রহণ করেছেন। বিমানটি নিরাপত্তা ও মিশন উপযোগী রূপান্তরের পর ট্রাম্পের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে স্পষ্ট করেন, “বিমানটি আমার জন্য নয়, এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে দেয়া হয়েছে। এটি কাতার সরকারের পক্ষ থেকে উপহার, যাদের আমরা বহু বছর ধরে সুরক্ষা দিয়ে আসছি।”
তথ্য মতে, কাতারের রাজপরিবার এই বোয়িং ৭৪৭ এর উপহার মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার।
সূত্র : এনবিসি
রাজু