
জাপানে সাবেক এক ট্যাক্সিচালককে ঘুমের ওষুধ খাইয়ে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে অনেকে নারীকে একই ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
টোকিও পুলিশের তথ্যমতে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ৩ হাজার ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে, যেখানে প্রায় ৫০ জন নারীকে তার ট্যাক্সি বা বাসায় যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর তিনি এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাড়িতে নিয়ে যান এবং তাকে ধর্ষণের ঘটনা ঘটান, যা ভিডিও রেকর্ডও করা হয়।
৫৪ বছর বয়সী ওই চালককে অনৈচ্ছিক যৌন সম্পর্ক স্থাপন ও ভিডিও ধারণ সংক্রান্ত আইনের অবলঙ্ঘনের অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারীদের স্বাস্থ্য ভালো রাখার কথা বলে পানি ও ওষুধ খাইয়ে আসছিলেন। একটি ভুক্তভোগীর চুল পরীক্ষায় ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে।
মিডিয়ার তথ্য অনুযায়ী, অভিযুক্তের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে পাওয়া ভিডিওগুলো ২০০৮ সাল পর্যন্ত পুরনো। এছাড়াও, গত অক্টোবরে তিনি এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে ৪০ হাজার ইয়েন ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হন, কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পান।
রাজু