ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পারমাণবিক ইস্যুতে সফলতার খুব কাছে ইরান

প্রকাশিত: ১৯:৩৫, ২২ মে ২০২৫

পারমাণবিক ইস্যুতে সফলতার খুব কাছে ইরান

ছ‌বি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র তৈরির দিক থেকে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) সম্প্রতি জানিয়েছে, তেহরান ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি মাত্রায় প্রায় ২৭৫ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের অনেকটাই জোগান দিতে সক্ষম।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ইরান একটি পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তির শর্ত অনুযায়ী, ইরান ইউরেনিয়াম ৩.৬৭ শতাংশের বেশি সমৃদ্ধ করতে পারবে না। বিনিময়ে পশ্চিমারা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে একতরফাভাবে সেই চুক্তি বাতিল করেন। এরপর থেকেই ইরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মনোযোগ বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, ইরান যদি চায়, তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই একটি পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে পারে। ইতোমধ্যে দেশটির কাছে রয়েছে "ভাত্তা ওয়ান" মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা ঘণ্টায় ১৪০০ কিলোমিটার গতি সম্পন্ন এবং যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরাইলের আয়রন ডোমও এটি শনাক্ত করতে পারবে না। ফলে ইরান যদি পরমাণু ওয়ারহেড তৈরি করে, এই মিসাইলে তা বহন করে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করার সামর্থ্যও অর্জন করবে।

এই প্রেক্ষাপটে ইসরাইলের উদ্বেগ বাড়ছে। গাজায় চলমান সংঘাতে ইরানের স্পষ্ট অবস্থান এবং ইসরাইলের বিরুদ্ধে তাদের কূটনৈতিক ও সামরিক হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করেছে। হোয়াইট হাউস ইতোমধ্যে ইরানকে সতর্ক করে জানিয়েছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক অভিযান চালানো হতে পারে।

তবে ইরান দাবি করছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক শক্তি ব্যবহার করছে—বিশেষত চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের কাজে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান কখনো ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্র তৈরি করবে না। কিন্তু এই দাবিকে বিশ্বাস করতে নারাজ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তাদের মতে, শান্তিপূর্ণ কার্যক্রমের জন্য এত পরিমাণে ইউরেনিয়াম মজুত রাখার প্রয়োজন নেই।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ইস্যুতে পরোক্ষ আলোচনা চললেও এখনও পর্যন্ত কোনো কার্যকর সমাধানে পৌঁছানো যায়নি। ইরান নিজের অবস্থানে অনড়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে এখন প্রশ্ন উঠছে—ইরান কি সেই চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে? কারণ প্রযুক্তিগতভাবে তারা এখন কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্তের দূরত্বে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির পথে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=NbEU1Oz77hU

এম.কে.

×