ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের পানি পাকিস্তান পাবে না : মোদির হুঁশিয়ারি

প্রকাশিত: ১৯:২৬, ২২ মে ২০২৫

ভারতের পানি পাকিস্তান পাবে না : মোদির হুঁশিয়ারি

রাজস্থানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে... পাকিস্তানের সেনাবাহিনীকে এই মূল্য দিতে হবে। পাকিস্তানের অর্থনীতি এই মূল্য দেবে।"

সিন্ধু নদ পানি বণ্টন চুক্তির আওতায় ভারত থেকে আসা তিনটি নদীর মাধ্যমে পাকিস্তানের কৃষি ক্ষেত্রের ৮০ শতাংশ পানি সরবরাহ করা হয়। যদিও পাকিস্তানের অর্থমন্ত্রী এই চুক্তি স্থগিত হলেও তাৎক্ষণিক এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন।

সীমান্তে শান্তি, তবু চাপা উত্তেজনা: যুদ্ধবিরতির পর থেকে বর্তমানে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের সীমান্তে শান্তি বিরাজ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাচ সংবাদমাধ্যম এনওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "বর্তমানে সীমান্তে গোলাগুলি হচ্ছে না এবং চুক্তি অনুযায়ী সৈন্যদের পুনর্বিন্যাস করা হয়েছে।" তবে তিনি আরও বলেন, "সামরিক অভিযান অব্যাহত রয়েছে। কারণ এই অভিযান চালু রাখার বার্তা স্পষ্ট... যদি ২২ এপ্রিলের মতো কোনো হামলা আবার ঘটে, তাহলে তার জবাব দেওয়া হবে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাবো।" তিনি জোর দিয়ে বলেন, "সন্ত্রাসীরা যদি পাকিস্তানে থাকে, তাহলে আমরা সেখানেই তাদের ওপর হামলা করবো।" তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এমন মন্তব্যের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঐতিহাসিক বিবাদ: ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দু’টি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে। হিমালয় ঘেঁষা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে অতীতে অন্তত দু'বার যুদ্ধে জড়িয়েছে দেশ দু'টি।

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ে পাকিস্তান সহায়তা করছে বলে ভারত বারবার অভিযোগ করেছে। যদিও পাকিস্তান এসব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে।

কাশ্মীরে গত এপ্রিলের হামলার ঘটনার পর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত-সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

সাব্বির

×