
ছবি: সংগৃহীত
কালের স্রোতে হারিয়ে যেতে বসা ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কাজীর মসজিদ’।
মুঘল স্থাপত্যে নির্মিত এই মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে যেমন আস্থার প্রতীক, তেমনি ইতিহাস অনুরাগীদের কাছে এক অমূল্য সম্পদ।
১২১৪ হিজরিতে পারস্য থেকে আগত ইসলাম প্রচারক কাজী কুতুব উদ্দিন মসজিদটি নির্মাণ করেন। মসজিদের প্রবেশপথে থাকা একটি ফারসি শিলালিপি তার নির্মাণের প্রমাণস্বরূপ। খতিব মাওলানা আতাউর রহমান জানান, “আমার পিতা প্রায় পঞ্চাশ বছর খতিবের দায়িত্ব পালন করেছেন। তার থেকেই জেনেছি, মসজিদটি একসময় পরিত্যক্ত হয়ে পড়েছিল। পরে এলাকাবাসী পুনরুদ্ধার করে এর সংস্কার ও নামাজ আদায় শুরু করেন।”
মসজিদটির মূল কাঠামো নির্মাণে ব্যবহৃত হয়েছে সুরকি ও চুন। দৈর্ঘ্য ৩২ ফুট, প্রস্থ ১৩ ফুট এবং দেয়ালের পুরুত্ব প্রায় আড়াই ফুট। মূল ভবনে ছিল তিনটি গম্বুজ; বর্তমানে পাঁচটি গম্বুজ ও চারটি মিনারে সম্প্রসারিত হয়েছে। অভ্যন্তরে ছোট একটি মেহরাব থেকে খতিব জুমার বয়ান দেন। মূল ভবনে ১৪-১৫ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন।
বর্তমানে চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি দিয়ে দুইতলা নির্মাণ সম্পন্ন হয়েছে এবং তিনতলার কাজ চলমান। সম্প্রসারিত অংশে ১১টি কাতারে মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মোট প্রায় দুই একর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সে আছে ঈদগাহ, কবরস্থান, হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা এবং একটি পুকুর।
মানতকারী আব্দুর রহিম বলেন, আমি দুর্গাপুর থেকে এসেছি “আমি আলোর উষা, চাল ও নগদ টাকা মানত করেছি। এখানকার হুজুরের পানি পড়া নিলে আমার মনের ইচ্ছা পূরণ হয়।” প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা দানবাক্স থেকে সংগৃহীত হয়। মসজিদের একটি লোহার দানবাক্স ছয় মাস অন্তর খোলা হয়, আর বাহিরে থাকা দুইটি প্রতি সপ্তাহে।
মো. ইমদাদুল হক মাস্টার, মসজিদ কমিটির সভাপতি বলেন, “আমরা এক একর ৩৫ শতক জমিতে মসজিদ, ঈদগাহ ও পুকুর, এবং ৫০ শতক জমিতে কবরস্থান পরিচালনা করছি। এলাকাবাসীর দানেই এত দূর আসা সম্ভব হয়েছে।” মোয়াজ্জিন আব্দুর রহমান জানান, “১৯৮৮ সাল থেকে আছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই মসজিদ দেখতে এবং মানত করতে।”
মসজিদটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। যথাযথ সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও ধর্মীয় ইতিহাস শিক্ষার স্থান।
আলীম