
দৈনিক জনকণ্ঠ
পুরাতন কর্ণফুলী ব্রিজের লৌহজাত অকেজো মালামাল ৫ হাজার টন স্ক্রাবের দরপত্র আহ্বান করেছে সড়ক ও জনপদ অধিদপ্তরের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ।
প্রায় ৩৫ টি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করেন আজকে প্রায় সাত কোটি প্রতিষ্ঠানে তাদের দরপত্র নির্বিঘ্নে জমা দেন। সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের রহমতগঞ্জ, আগ্রাবাদ ও মনসুরাবাদ কার্যালয়ের বক্সে দলপত্র জমা দেন সাধারণ ঠিকাদার।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিল।
কয়েকজন ঠিকাদারের সাথে কথা বলে জানা যায় খুব উৎসবমুখর পরিবেশে তারা দরপত্র জমা দেন। কোন ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি তাদেরকে। দরপত্র দেওয়ার সময় বিপুল পরিমাণ সেনা সদস্যের উপস্থিতি ছিল।
সড়ক ও জনপথ অধিদপ্তর সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী শুভ্র দাস বলেন, কোন ধরনের ঝামেলা ছাড়া প্রায় সকল ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দরপত্র জমা দিয়েছেন। তাছাড়া বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিল।
হ্যাপী