
ছবি : জনকণ্ঠ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তিন দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৯টি পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, জামাকাপড়, মদ, গাঁজা, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন বাল্লা, গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা, রিণখোলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৭টি অভিযানে ৪৩ লাখ ১২ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মদ, গাঁজা, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২টি অভিযানে ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি এবং ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন,
“বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে চোরাচালান ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিতভাবে সাহসিকতার সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”
আলিফ