ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৪২, ২২ মে ২০২৫; আপডেট: ২১:৫৭, ২২ মে ২০২৫

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দুই টায় ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ওহাব গাজি, মো হাফেজ, শামিম মৃধা, মোসাম্মৎ রাহিমা, শিক্ষার্থী সুরভী সহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় ওই চেয়ারম্যানকে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য, বুধবার শেষ বিকালে একটি মামলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসিফ

×