ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল, আটক ৩

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী।

প্রকাশিত: ২১:৪৪, ২২ মে ২০২৫; আপডেট: ২১:৪৯, ২২ মে ২০২৫

টঙ্গীতে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল, আটক ৩

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ মে) টঙ্গী বনমালা রোডে একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের অভিযোগে তিনজনকে আটক করেছে টঙ্গী পূর্ব পুলিশ।


পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডের বনমলা রেললাইন সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী রোডের হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর একটি ঝটিকা মিছিল হয়। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক  শেখ সোহেল, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জুয়েল হেসেন জয়কে মিছিলের অগ্রভাগে দেখা যায়।


এছাড়াও কয়েক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে কয়েক মিনিটের ঝটিকা মিছিলটি টঙ্গী পূর্ব থানাধীন হায়দারাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূবাইল থানাধীন আক্কাস মার্কেট এলাকার দিকে চলে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, মিছিলের চেষ্টা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মিছিলে থাকা বাকিদের আটকের চেষ্টা চলছে।


দৌড়ের উপর থাকা মিছিলের শ্লোগান ছিল, জয়বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

রিফাত

×