ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে লিচু চাষিদের মুখে হতাশার ছায়া

রকিবুল ইসলাম, কন্ট্রিবিউটর রিপোর্টার, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৪৮, ২২ মে ২০২৫; আপডেট: ২১:৪৯, ২২ মে ২০২৫

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে লিচু চাষিদের মুখে হতাশার ছায়া

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলার লিচু চাষে দেখা দিয়েছে বিপর্যয়। আবহাওয়ার আচমকা পরিবর্তনে ফলের গায়ে ফাটল ধরেছে, অনেক বাগানে লিচুর গুটি ঝরে পড়েছে, আর এতে করে দিশেহারা হয়ে পড়েছেন এ জেলার হাজারো লিচু চাষি।

জেলার সদর, বালিয়াডাঙ্গী, রানীশংকৈলসহ বিভিন্ন উপজেলার লিচু বাগানগুলোতে দেখা গেছে, পরিপক্ব হওয়ার আগেই গাছ থেকে লিচু পড়ে যাচ্ছে। যেসব ফল গাছে টিকে আছে, সেগুলোর গায়ে ফাটল ধরেছে ও পচন ধরে যাচ্ছে। এতে বাজারে এই লিচুর চাহিদা যেমন কমে যাবে, তেমনি কমে যাবে দামও।

ঠাকুরগাঁও সদরের এক লিচু চাষি  বিপ্লব ইসলাম বলেন, গত বছর ভাল দাম পেয়েছিলাম, তাই এবার আরও বেশি জমিতে লিচুর চাষ করি। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আমার বাগানের প্রায় ৪০% লিচু নষ্ট হয়ে গেছে।

একই অভিযোগ জানিয়েছেন রানীশংকৈলের চাষি আনোয়ার হোসেন। তিনি জানান,  
ফল আসার পর প্রচণ্ড গরমে গুটি শুকিয়ে গেছে, আর এখন বৃষ্টিতে যা ছিল তা-ও নষ্ট হয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে লিচুর গায়ে পানি জমে গিয়েছে, যার ফলে অনেক গাছেই ছত্রাক বা পচন ধরছে। আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি যাতে তারা জলাবদ্ধতা দূর করতে পারেন এবং দ্রুত বাগান থেকে পাকা ফল সংগ্রহ করেন।

তিনি আরও বলেন, আবহাওয়া সহনীয় থাকলে এবং বাজারে চাহিদা থাকলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে ক্ষতির বিষয়টি গুরুত্ব সহকারে আমরা পর্যবেক্ষণ করছি।

ক্ষতিগ্রস্ত চাষিরা আশা করছেন, সরকার বা কৃষি বিভাগের পক্ষ থেকে জরুরি সহযোগিতা পেলে তারা অন্তত কিছুটা ক্ষতির ভার সামলাতে পারবেন।

আলীম

×