
ছবিঃ সংগৃহীত
মুকসুদপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি এ উঠান বৈঠকের আয়োজন করে।
উঠান বৈঠকে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ মাহমুদ খাঁন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের লস্কর, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম মুন্সীসহ অনেকে।
উঠান বৈঠকে সভপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রঞ্জু কাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তুহিন শেখ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ করেন।
ইমরান