
ছবি: জনকণ্ঠ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এবং নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আল-আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশীরা তাদের কর্মীদের নিয়ে দলে দলে সম্মেলনে যোগ দেন। কমিটির যুগ্ম আহ্বায়ক পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হলেন: ইমরান আহমেদ ফরাজী, মোঃ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম হৃদয়, মোঃ মোসাদ্দেক আহসান নয়ন, মোঃ মহিউদ্দিন, মোঃ অনিক, মোঃ আল মামুন ও হাবিব।
সম্মানিত সদস্য পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন: মোঃ শামীমুর ইসলাম শামীম, মামুন সরকার, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাহিদ হোসেন পারভেজ ও নওশাদ প্রমুখ।
কমিটির বিষয়ে যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ ফরাজী বলেন, "এটি ২০২১ সালের কমিটি। গত ১৫ বছরে হামলা-মামলার শিকার, ত্যাগী, অবিবাহিত এবং যাঁদের ছাত্রত্ব রয়েছে—এমন নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক।"
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ই জুন ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের পরিকল্পনা থাকলেও তৎকালীন পরিস্থিতিতে মাত্র ২৯ জন ছাত্রনেতা সিভি জমা দেন। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় ছাত্রদল ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে।
এম.কে.